আমার একটা স্কুল আছে। ওই স্কুলে এক প্রিন্সিপাল আছে, টিচার ও একজন। আর ছাত্র? এই একটাই!
স্কুলের দপ্তরী, এডমিন, ক্লার্ক, গেটম্যান সব একজন একজন।
এই “একজন” টা হইতেছি “আমি”! আমি নিজে!
আমি নিজেই সিলেবাস বানাইছি, আমি নিজে নিজে ওই সিলেবাস শেষ করি, পরীক্ষা দেই। আর ফেল বা পাশ করি। অনেক কঠিন প্রশ্ন আর খাতা দেখাও হয় অনেক কঠিন কইরা। পাশ করা কিন্তু খুবই কঠিন।
সিলেবাস বানাই ডিসেম্বর এ। কি কি থাকে? থাকে ২৪ টা নতুন বই পড়া, কম্পিউটার, ইতিহাস, ভুগোল, ইংরেজি, লিখালিখি, ধর্ম, প্রেজেন্টেশন, অংক, একটা টেকনিক্যাল স্কিল, দেশ আর বিদেশ ঘোরা, কিছু কুকিং ক্লাস, Customs and etiquette lesson, একটা নতুন ভাষা, নেটওয়ার্ক বাড়ানো আরো অনেক কিছু। ক্লাস টাইম fixed নাই, কিন্তু সপ্তাহে অন্তত ১০ ঘন্টা। বছরে ৫০০+ ঘন্টা। পরীক্ষা প্রতি মাসে।
স্কুলে ছাত্র একটা হইলেও হেব্বি কম্পিটিশন! কার সাথে কম্পিটিশন? গতমাসের আমার সাথে! প্রতিমাসে আমারে ফার্স্ট হইতে হইলে গতমাসের শাব্বির এর সাথে ফাইট করতে হয়, জীততে হয়। কঠিন ব্যাপার, কিন্তু প্রাপ্তি অনেক অনেক।
স্কুলে আবার ভিজিটিং টিচার আছে। Elon Musk, Gates, Oprah, Einstein, Sir Fazle Abed, Ayman, Salman Khan! সব ফ্রী! বই আর নেট এর মাধ্যমে আসেন উনারা। সারাজীবন এর experience পাই ৩০ মিনিট এ। উনাদের কফি খাওয়ার টাকাও দিতে হয় না আমারে!
স্কুল আমার নিজের নিয়মে চলে। কারো কাছে হাত কচলাইতে হয় না। হুজুর হুজুর করতে হয় না। ক্লাস ফাঁকি হয় না। বেতন দিতে হয় না। কোন VIP ভিজিট এর জন্য ক্লাস মিস হয় না।
এইজন্যই এই স্কুল টা Best School in the World.
এইখান থিকা যা শিখছি বা শিখতেছি দুনিয়ার কোথাও তা শিখা অসম্ভব। প্রতিদিন improve করতেছি, জানতেছি, বুঝতেছি। কারণ এত্ত জানার কিছু আছে আর সময় হাতে এত্ত কম!
আছে নাকি আপনাদের এইরাম স্কুল?
না থাকলে একটা স্কুল দিয়াই দেখেন না?
Happy YOU School!
আরো পড়ুনঃ Life Lessons from a 50 Year Old!