ভাইরে/আপুরে! দিনে ২৪ ঘন্টার মধ্যে কত্ত সময় নষ্ট করেন, অসুবিধা নাই। আপনের জীবন, আপনের সময়। কার কি? কিন্তু মাত্র ২ ঘন্টা এর মইধ্যে বরাদ্দ রাইখেন। বাকি ২২ ঘন্টা FB, GF/BF, TV, Youtube, ঘুম, আড্ডা যা ইচ্ছা করেন, মাফি মুশকিলা! জীবন তো মৌজ মাস্তির জন্যই, তাই না!?
মাত্র ২ ঘন্টা! ক্যামনে কি?
- ৩০ মিনিট – এইটা আপনের সৃষ্টিকর্তার জন্য! এইটাতেই উনি খুশি। আর বেশী দরকার নাই। উনারে জাস্ট বলেন Thank You for everything You did for me, and sorry for everything I did in return! মাত্র ৩০ মিনিট। যথেষ্ট!
- ৩০ মিনিট – যে কোন একটা বই এর ৩০ পাতা। অবশ্য অবশ্য অবশ্যই। এইটা আপনের ভবিষ্যৎ এর জন্য। বছরে ১৮০ ঘন্টা! ৬০ টা বই – পৃথিবীর. ০০১% মানুষের মধ্যে হইয়া যান। এইটাতেই আপনের ভবিষ্যৎ খুশি।
- ৩০ মিনিট – দিন দুনিয়ার খবর এর জন্য। এইটাতেই আপনের বর্তমান খুশি। খবর দেখেন বা একটা দুইটা আর্টিকেল! স্মার্ট হইতে মডেল লুক, সিক্স প্যাক বা Rayban লাগে না, লাগে না ৩২ দাঁত বা মাথায় চুল! এর চেয়ে ভালো বুদ্ধি আমার আর জানা নাই।
- ৩০ মিনিট – যেকোন একটা Craft/Technology / Hobby/ Language শেখার জন্য। হইতে পারে একটা প্রোগ্রামিং বা ড্রাইভিং বা ফ্রেঞ্চ ভাষা। You will thank yourself later in life!
মাত্র ২ ঘন্টা! বাকী ২২ ঘন্টা কি করেন nobody wants to know!
আপনের একটাই জীবন – you decide whether to Build It or to F*** It!
If you decide to build it – you will be proud of it.
BUT, if you decide to F*** it – trust me, this is probably a very few F*** you will always regret in your life!
Awesome 2 hours and HAPPY Building!
নোট – গতকালের ২ ঘন্টা ক্যামনে কাটাইলেন?